নিজস্ব সংবাদদাতা, পটিয়াঃ সাম্রাজ্যবাদ বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ, বিপ্লবী, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষ্যে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার বিকেলে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ইত্যাদি।
পটিয়া ক্লাব মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সভাপতিত্বে ও লেখক সাংবাদিক আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, মাস্টার শ্যামল কান্তি দে, অধ্যাপক ভগীরথ দাশ, এনামুল হক মঞ্জু, কনক বড়ুয়া, জাহেদউল পাশা আকাশ, পিন্টু কুমার দে, লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আবদুর রহমান রুবেল, হামীম রায়হান, জেসন প্রমোদ দাশ প্রমুখ।
বক্তারা বলেন, সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বিপ্লবীদের স্মৃতি বিজড়িত সূর্যসেন- প্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবীদের সংগ্রামী জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে কিশোর-যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
এ জন্য সভা পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তপক্ষ ও সরকারের প্রতি আহবান জানানো হয়।