সৈয়দ শিবলী ছাদেক কফিল:
দেশের ৫১ জেলার ১৮৮ টি উপজেলায় ১১ জুন মঙ্গলবার সকালে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহহীনদের মাঝে ২শতাংশ কৃষি জমি বন্দোবস্তসহ ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া ভূমি ও গৃহ প্রদান উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ জুন সোমবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। এ সময় তিনি চন্দনাইশে যাতে কেউ গৃহহীন না থাকে তজ্জন্য সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মোঃ শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ আমিন উল্লাহ টিপুসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, চন্দনাইশ উপজেলায় প্রথম পর্যায়ে ২৯টি, দ্বিতীয় পর্যায়ে ২৭টি, তৃতীয় পর্যায়ে ৮০টি, চতুর্থ পর্যায়ে ৯০টি, প্রকল্প দ্বিতীয় হতে চতুর্থ পর্যায়ে ৬৫টি, পঞ্চম পর্যায়ে প্রথম ধাপে ১৩৫টি, দ্বিতীয় ধাপে ১৭১টিসহ আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ২ শতাংশ কৃষি জমি সহ ৫৩২ টি ভূমির কাগজ ও গৃহ প্রদান করা হয়।
Leave a Reply