অনলাইন ডেস্কঃ ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২ অক্টোবর) সকালে ফুলবাড়িয়ায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর জেলা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শেরপুর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাক্ষ্মণবাড়িয়ার মানুষ জনদরদী নেতা আর দল একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।
প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যসূত্র: সংগৃহীত