আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) সুধী সমাবেশ শেষে বেলা ১২টা ৫৮ মিনিটে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ সদস্য, রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।

তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনে জয় লাভ করে শপথ নিয়েছিলাম দেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করার। আমরা তা পরেছি। একটি দেশ উন্নত করতে যোগাযোগ ব্যবস্থার বিশেষ ভুমিকা রাখে। আমরা রেলপথেকে গুরুত্ব দিয়েছি। দেশের ৮৭৩ কি.মি নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। ১০৪১টি নতুন স্টেশন নির্মাণ করা হয়েছে। এর সাথে আজকে থেকে সারা বাংলাদেশ সাথে যুক্ত হচ্ছে কক্সবাজার রেল সড়ক। আগামীতে সুন্দরবন, পঞ্চগড়, গোপালগঞ্জসহ সারা দেশের থেকে রেল আসবে এই পর্যটন নগরে।

এর আগে সকাল সাড়ে ১১টার পর কক্সবাজার আইকনিক রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

তথ্যসুত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর