আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

প্রচলিত ছিলো কুসংস্কার, আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস


চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ১৩ আগস্ট আন্তর্জাতিক বাঁহাতি দিবস। ১৯৭৬ সাল থেকে প্রতিবছর দিনটি বছরের এই দিনে উদযাপন করা হয়। দ্য লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল দিনটি প্রথমবার দিনটি উদযাপন শুরু করেন।

বিশ্বে ডান-হাতি ব্যক্তির সংখ্যা বেশি এবং বাঁহাতিদের নিয়ে প্রচলিত ছিলো অনেক কুসংস্কার তাই এসব চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন শুরু হয়।

প্রথিাবিদ্ধ সমাজে বাঁহাতিদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। বাম হাতে লেখা বা কাজকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকেন। বিড়ম্বনার শিকার বাঁহাতিদের সঙ্গে কথা বললে এর সত্যতার প্রমাণ পাওয়া যাবে।

দৈনন্দিন কাজে যারা বাঁহাতকে প্রাধান্য দেন, তাদের অধিকার রক্ষার জন্যই ১৩ আগস্ট দিবসটি পালন করা হয়।

বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষ বাঁহাত দিয়ে কাজ করেন। দিবসটিতে বাঁহাতিদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো উঠে আসে।

বাঁহাতিরা বেশি স্মার্ট হয় বলে বিজ্ঞানীদের দাবি। তাদের মগজের ডান ও বাঁ পাশের সংযোগও ভালো। ডানহাতিদের চেয়ে পানির নিচে বাঁহাতিরা বেশি দেখতে পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর