অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের চন্দনাইশে জায়গা জমির বিরোধ নিয়ে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বগারটেক মো: সোলাইমান মিকারের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকা ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ভুক্তভোগি পরিবারের পক্ষে মো: সোলাইমান সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, সলিম উদ্দীন দলিলে প্রতারণা মুলক চৌহদ্দী দিয়ে জায়গা দখল করার পায়তারা ও হয়রানি করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন। মূলত মো: সোলাইমানের ভাই ওসমান গণি এ জায়গার ক্রয় সূত্রে মালিক। উসমান গণি দুই বছর আগে স্থানীয় আকতার হোসেনের নিকট থেকে উপযুক্ত মূল্যের বিনিময়ে ১২ শতক জায়গা ক্রয় করেন। এর পর ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ করে বসবাস শুরু করেছেন। এখানে ফল ফলাদি গাছের বাগান করা হয়েছে।
বি.এস খতিয়ান নং ১১৬১, বি.এস দাগ নং ৭০৯৮, মোট জায়গার পরিমাণ ৭৩ শতক। এই ৭৩ শতকের মধ্যে ১২ শতকের মালিক বর্তমান উসমান গণি। তার প্রতিপক্ষ সেলিম উদ্দীন চৌহদ্দী পরিবর্তন করে ওসমান গণির দখলীয় জায়গা দাবি করে চলেছেন এবং বিভিন্ন মামলা ও হুমকি ধামকি দিয়ে হয়রানি করছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: সৈয়দ হোসেন সোহেল, মো: আইয়ুব হোসেন, মো; আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
Leave a Reply