আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

‘চাঁদাবাজ’ জাহেদের অপকর্ম জানাতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন


অনলাইন ডেস্কঃ বনবিভাগের চতুর্থ শ্রেণীর সাবেক কমচারী (পিয়ন) জাহেদের অপকর্মের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেছেন সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাশ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, সার্জেন্ট তাহের, নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্যে কাজল কান্তি দাশ বলেন, ‘যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার ও কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকেরের সহোদর জাহেদ বনবিভাগ থেকে দুর্নীতির দায়ে চাকুরিচ্যুত ব্যক্তি। সে নারীলোভী, কিশোর গ্যাং লিডার, ভূমিদস্যু, মাটি ব্যবসায়ী ও চাঁদাবাজ। গত ২৭ এপ্রিল জাহেদ বিকাল ৪টায় (অনুমান) কালিয়াইশের চলমান রাস্তার কাজে চাঁদা দাবি করলে এলাকাবাসী তাকে প্রতিহত করে। বিষয়টি কালিয়াইশ টেকের দোকান এলাকার শতশত মানুষ অবগত আছেন।

এ ঘটনায় জাহেদ নিজের দোষ ঢাকার জন্য আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ চেয়ারম্যানের ছেলেসহ তিনজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।

জিডিতে একাধিক বিবাদী থাকলেও শুধুমাত্র আমাদের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা
হাফেজ আহমদ ও তার সন্তান কালিয়াইশ ছাত্রলীগের সাবেক সভাপতি, উত্তর সাতকানিয়া যুবলীগের (সাংগঠনিক থানা) যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুর নামে সর্বমহলে এবং সর্বক্ষেত্রে অপপ্রচার চালাতে থাকে।

আরও পড়ুন ধর্মপুর-কালিয়াইশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার চৌধুরীর গণসংযোগ

জাহেদ কালিয়াইশ এলাকায় বনবিভাগের কর্মচারী হিসাবে পরিচিত হলেও সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে নিজেকে কখনো সাংবাদিক কখনো বনবিভাগের কর্মকর্তা পরিচয়ে ফার্নিচার দোকান, স’মিল, বিভিন্ন সরকারি অফিস আদালতে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদাবাজি করেছে।

তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট এবং চাঁদাবাজির ২টি মামলা চলমান এবং জেলা প্রশাসক ও বনবিভাগের দপ্তরে তার বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে দরখাস্ত জমা দিয়েছে। মামলা নং-২৪৬/২৪ ও ২৬৫/২৮।

তার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ প্রতিবাদ করলে হাফেজ আহমদ চেয়ারম্যান ও অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে খাটো করার মানসে বিভিন্ন মাধ্যমে সে অপপ্রচার চালাচ্ছে।

দেশ ও দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ও আমাদের সহযোদ্ধারা নিজের জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা অন্যতম অংশ। আমাদের বিরুদ্ধে এ ধরনের অপতৎপরতা থেকে রক্ষা পাওয়ার জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে আইনের সহযোগীতা কামনা করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর