এইচ.এম.এম.সাইফুদ্দীন:
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া গ্রামের শফিউল আল শফি গংদের বিরুদ্ধে শত বছরের পূরানো রাস্তা বন্ধ ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।শনিবার (৩আগষ্ট) বিকাল ৩টার সময় ফটিকছড়ি উপজেলা সদর এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শারমিন সোলতানা।
তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ জুলাই শুক্রবার শত বছরের চলাচলের রাস্তা জোর পূর্বক শফির পরিবার ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেন।বাঁধা দিলে তার সন্ত্রাসীরা হামলা চালায়ে আমিসহ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত করে গুরুত্বর আহত করেন। তিনি আরো বলেন শত বছরের চলাচলে রাস্তা বন্ধ করে দেয়ায় ১৫ পরিবার কষ্টে চলাচল করতেছে । ফটিকছড়ি থানায় ও চেয়ারম্যানকে অভিযোগ দিলে তারা তদন্ত করে বন্ধ রাস্তা খুলে দেয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ আবছারা খাতুন বলেন,শফিকে আমি টাকা দিয়ে বিদেশ পাঠাইছি এখন কালো টাকার পাহাড় করে আমাকে এবং আমার পুত্র বউদের মারধর করছে এর বিচার আপনারা করবেন।আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
আবু জাফর বলেন, দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যু শফি গং আমাদের মৌরশী সম্পত্তির ও ক্রয়কৃত সম্পদ জোরপূর্বক দখল রেখে দিয়েছে। বিগত ২০২১ সালে ১৫ আগষ্ট উক্ত জায়গা উদ্ধারের জন্য ফটিকছড়ি থানা অভিযোগ করা হয়। প্রায় ৪/৫ বার ফটিকছড়ি থানার এসআই মোশারফের নেতৃতে মুন্সিসহ স্থানীয়দের নিয়ে বৈঠক হয় সেই জায়গা পরিমাপের সুযোগ দেয়নি শফি গং।পরে অবৈধ টাকার জোরে ১২ ফৌজদারি মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার ভাইদের হয়রানীর করতেছে তার ভাই,বউ,ছেলেকে বাদী করে।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ছেনোয়ারা বেগম,শারমিন সুলতানা, মোঃ আবু জাফর, মোঃ শাহ আলম, মোঃ রুমান, আবু জহির, সাখি আক্তার, শারমিন আক্তার মনি, নিজাম, আনোয়ারা বেগম, শাহ আলম, পপি আক্তার, তারেক, এমরান প্রমূখ।
সম্মেলনে সবাই বলেন, শতবছরের চলাচলের রাস্তা উদ্ধার,হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাননীয় প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় প্রসাশন, চেয়ারম্যানসহ সকলের সহযোগিতা কামনা করেন।
শফির পরিবারের সাথে এই বিষয়ে জানতে মুঠোফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।