আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিপক্ষের আঘাতে অন্ত:সত্তা নারীর গর্ভপাত, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চর খাগরিয়া রসুলপুর এলাকায় তিন মাসের অন্ত:সত্তা নারীকে লাঠি ও লাথির আঘাতে গর্ভের সন্তান হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন ওই নারীর স্বামী। অবিলম্বে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: ফোরকান অভিযোগ করেন, প্রতিবেশী রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও তারেকুল ইসলামের সাথে ভিটার সীমানা বিরোধের জেরে (গত ২৭ মে) তার স্ত্রী তাহমিনা আক্তার কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠি ও লাথির আঘাতে গর্ভের সন্তানকে হত্যা করে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে
তাহমিনা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে একটি সিআর (মামলা নং-২৪৬/২৩) দায়ের করেন। মামলা দায়ের করার কারণে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর ভাংচুর হুমকি-ধুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় ভুক্তভোগী তাহমিনা আক্তার, পরিবারের সদস্য ও প্রতিবেশী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর