শ.ম.গফুর:
উখিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর উখিয়া ক্যাম্পের সিও লে. কর্ণেল কিবরিয়া, মেজর আরেফিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি? উখিয়া জোনাল) ডিজিএম কাইজার নুর প্রমূখ। এসময় বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতাগণ ও গণমাধ্যম কর্মী, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, উখিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।উপজেলায় সকল ধর্মের মানুষের মধ্যে যে সেতুবন্ধন রয়েছে তার প্রমাণ সকলের একতা। তাই আগামী প্রবারণা পূর্ণিমাতেও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে এবং নিরাপত্তার কোনো আশঙ্কা থাকলে সব ধরনের আইনানুগ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তাঁরা।