অনলাইন ডেস্ক
দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আগামী ২১ অক্টোবর শনিবার বাদে মগরিব হতে দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৮ অক্টোবর রবিবার চট্টগ্রাম উত্তর-মহানগর এন্তেজামেয়া কমিটির সভা আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্সে বাদে আসর হতে অনুষ্ঠিত হবে এবং ১২ অক্টোবর বৃহস্পতিবার বাদে জোহর দক্ষিণ চট্টগ্রাম এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভা পদুয়া রূপসী ক্লাবে আহবান করা হয়েছে।
উভয় সভায় সভাপতিত্ব করবেন তরিকত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি দ্বিনি দাওয়াত জানানো হয়।