অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের জন্য দ্বিতীয় ধাপে চট্টগ্রাম বিভাগে ২৮টি উপজেলায় ভোটগ্রহণের তফসিল রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি)। আগামি ২১ মে এসব উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে প্রতীক পেয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ফিরছেন তারা।
আরও পড়ুন উপজেলা নির্বাচনঃ চন্দনাইশে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
২১ মে চট্টগ্রাম বিভাগের যেসব উপজেলায় ভোট:
ইসির তফসিল অনুযায়ী, ওইদিন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান উপজেলায় ভোট হবে। এছাড়া কক্সবাজার জেলার ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলায়; খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায়; রাঙ্গামাটি জেলার কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলায়; বান্দরবান জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায়; ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলায়; কুমিল্লা জেলার সদর দক্ষিণ, আদর্শ সদর, বরুড়া উপজেলায়; চাঁদপুর জেলার চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ উপজেলায়; নোয়াখালী জেলার সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগ উপজেলায়; লক্ষ্মীপুরের রামগঞ্জ, ও রায়পুর উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের সময় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply