অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। সম্প্রতি সংস্থাটির দপ্তর সচিব মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
এসময় আগামী ১ মুহররম ৮ জুলাই সোমবার বেলা ২ টায় অনুষ্ঠিতব্য হিজরি নববর্ষ ১৪৪৬ বরণ অনুষ্ঠানের দাওয়াত কার্ড দেওয়া হয়েছে মেয়রকে। সৌজন্য সাক্ষাৎকালে বিগত সনের হিজরি নববর্ষ ম্যাগাজিনও গ্রহন করছেন মেয়র।
আরও পড়ুন বেতাগী আনজুমানে রহমানিয়া কাউন্সিলে সভাপতি জামাল সা. সম্পাদক রেজাউল
এতে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন মাহমুদ, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, যুগ্ম মহাসচিব এম মহিউল আলম চৌধুরী, আইন সচিব মুহাম্মদ ইব্রাহিম খলিল, সদস্য মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
মেয়রের সাথে সাক্ষাৎকালে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সামগ্রিক কার্যক্রমে সিটি করপোরেশন সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।
প্রত্যুত্তরে মেয়র অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।