আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা


নিউজ ডেস্ক >>> সাতকানিয়া দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে,প্রস্তুতিমূলক সভায় ক্যাপ্টেন হাবিব বলেন উৎসব মুখর পরিবেশে এইবার শারদীয় দুর্গাপূজা উৎস পালনের লক্ষ্য সেনাবাহিনী ও প্রশাসন পুলিশ সদস্য সহ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সকল বাহিনী সতর্ক অবস্থানে থাকবে । অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।এছাড়াও বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা উৎসবে স্মৃতি বহন করবে।বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সকল রাজনীতিক দল পূজা মন্ডপ পরিদর্শন করবে।বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজীব কুমার ধর ও সদস্য সচিব রাজীব নন্দীসহ স্থানীয় বিএনপি, জামায়াত ও এলডিপির নেতারা ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর