আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙামাটি

রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) জেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মেলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চলতি বছরের ১৬ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। মেলা শেষ হবে ১৭ নভেম্বর দুপুর আড়াইটায়। পাশাপাশি সমাপনীর দিন স্কুলশিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত স্টল বরাদ্দের জন্য আবেদন করতে বলা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া সেরা স্টলগুলো জেলার মেলায় অংশ নিতে পারবে। মেলায় অংশ নেওয়ার আবেদন পত্রটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেওয়া থাকবে। আবেদন পত্রটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর