দেশের প্রতিটি নাগরিককে নিজের কর্তব্য পালন করার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিজয়ের সত্যিকারের স্বাদ তখনই আসবে, যখন আমরা সবাই একসঙ্গে প্রিয় দেশটাকে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব ক্ষেত্রেই এগিয়ে নিতে পারবো।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে নগরের জামালখান ক্যাম্পাসে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিআইইউ জাতীয় দিবস উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।
এতে সভাপতির বক্তব্যে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে স্বনির্ভর করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেন পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন সিআইইউর তিন ডিন-অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের এবং ড. শাহ আহমেদ, ফ্যাকাল্টি মেম্বার ড. আসিফ ইকবাল, প্রভাষক সানজানা হক, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরিচালক (প্রশাসন) কুমার দোয়েল দে, সহকারি রেজিস্ট্রার রুমা দাশ প্রমুখ।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply