ভারতকে বিএনপির বয়কট ডাকের কথা উল্লেখ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, অচিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র, ভোটাধিকার ফিরেয়ে আনা হবে। তিনি ২৯মার্চ তার নিজ গ্রাম ফটিকছড়ির পূর্ব ফরহাদবাদ এলাকায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমান'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজিম উদ্দীন শাহীন, ফরিদুল আলম বিএ, বেলাল সওদাগর, জামাল ব্যাংকার, মিঞা মোশারফুল আনোয়ার মশু, মহিন উদ্দিন মেসিসহ আরো অনেকেই। ইফতার মাহফিলে আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।