মো. দিদারুল আলমঃ উপজেলায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ। সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৌরসদরসহ মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এবিএম রায়হানুল বারী।
আরও পড়ুন সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা
তিনি বলেন, ‘পুলিশ সারাদেশে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে যাচ্ছে। কারণ বাংলাদেশ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, জনগণের সেবা করাই হচ্ছে পুলিশের কাজ।’
এসময় উপস্থিত ছিলেন এস আই মো. নাছির উদ্দিন ভূঁইয়া, এস আই রাজিব, এস আই মো. বেদার, এস আই মাজেদ, এস আই সুজন শর্মা ও ওসি বডিগার্ড মো. মনির প্রমুখ।
Leave a Reply