এইচ এম এম সাইফুদ্দীন, ফটিকছড়িঃ উপজেলায় এক ঘন্টায় এক লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) এ কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধা জহুরুল হক হল এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ খাদিজাতুল আনোয়ার (সনি)। সভায় সভাপতিত্ব করেছেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
আরও পড়ুন ফটিকছড়িতে ইরানকে ডুবিয়ে চেয়ারম্যান হলেন নাজিম
আজকের প্রস্তুতি সভায় কর্মসূচি বাস্তবায়নে দিনক্ষণ ঠিক করার কথা থাকলেও তা হয়নি। তবে সম্ভাব্য তারিখ কখন তা জানতে চাইলে এ প্রসঙ্গে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা স্মরণ কুমার বড়ুয়া চাটগাঁর সংবাদকে বলেন, ‘আগামি ১৫ থেকে ২০ দিনের মধ্যে কর্মূসচিটি বাস্তবায়ন করা হবে।’
জানা গেছে, প্রস্তুতি সভায় কোন প্রতিষ্ঠানে কতটি চারার চাহিদা তা জানা হয়েছে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এনজিওসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা রোপন করা হবে। কর্মসূচি বাস্তবায়নের দিন একযোগে এক ঘন্টায় চারাগুলো রোপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে চট্টগ্রাম জেলায় ২৪ লাখ গাছের চারা রোপন করবে প্রশাসন। ইতোমধ্যে ফটিকছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মষুচি বাস্তবায়ন শুরু হয়েছে।
Leave a Reply