ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামস্থ গোপালঘাটা প্রজন্ম ৭১ কর্তৃক আয়োজিত গোপালঘাটা প্রিমিয়ার লীগ’র ৮ম আসরের ফাইনাল খেলা ১১ই ডিসেম্বর রোজ সোমবার দুপুর ৩ টা হতে গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় দুই ফাইনালিস্ট দল স্প্রিড ফাইটার বনাম জি-পি ভিক্টোরি। স্প্রিড ফাইটার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওবারে ৯০ রান সংগ্রহ করেন। জি-পি ভিক্টোরি ৪ উইকেট হাতে রেখে জয়লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল হয় মুহাম্মদ সজিব ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মুহাম্মদ হামিদ। ফাইনাল খেলায় সভপতিত্ব করেন গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কনসালটেন্ট ডা: জয়নাল আবেদীন মুহুরি।
ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন গোপালঘাটা এমআরসি. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নুরুল হুদা। প্রধান আলোচক ছিলেন শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মুহাম্মদ ইকবাল হোসেন,চট্টগ্রাম উত্তরজেলার সহ-সভাপতি এস এম মাসুদ করিম,ব্যবসায়ী ও ক্রিড়াপ্রেমী ওয়াহিদুল আলম,প্রবাসী ক্রিড়া প্রেমী ও সংগঠক সাহেদ হোসেন মানিক,ওমর ফারুক, হামিদুল্লাহ ঝুনুক,আমান উল্লাহ মনি, মনজুরুল আলম শুভ, রকিবুল আলম,জাহেদুল আলম, আরাফাত, জিয়া উদ্দিন, সাইফুল আলম সাকিল,এরশাদ উল্লাহ,মাস্টার নাজিম উদ্দিন,জয়নাল আবেদীন, ইমন উদ্দিন,দিদারুল আলম রুবেল, ইব্রাহিম সহ আরো অনান্য প্রবাসী ও এলাকার ব্যক্তিবর্গ।
Leave a Reply