অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, ‘ফার্মাসিস্টরা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফার্মাসিস্টদের অধিকার ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা বিশ্বদরবারে তুলে ধরতে আজ ফার্মাসিস্টদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন।’ সোমবার (২৫ সেপ্টেম্বর) আইআইইউসিতে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ফার্মাসিস্ট স্ট্রেনথেনিং হেলথ সিস্টেম’ প্রতিপাদ্যে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপাচার্য।
অনুষ্ঠানে আইআইইউসি’র ডিপার্টমেন্ট অব ফার্মেসির চেয়ারম্যান এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল একাডেমিক জোন এর চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. মো. সামিমুল হক চৌধুরীসহ ফার্মাসি বিভাগ এর সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীগণ। ফার্মাসিস্টরা ধারাবাহিকভাবে এন্টিবায়োটিকসহ ঔষধের সঠিক ব্যবহার ও অপব্যবহার এর বিভিন্ন স্বাস্থ্যভিত্তিক গণসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাবে বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেছেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
এসময় বিভিন্ন গণসচেতনামূলক প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালির বের করা হয়। এছাড়াও আইআইইউসির সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সকল কার্যক্রমে আইআইইউসি ফার্মাক্লাবের সকল সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসি ফার্মা ক্লাব সভাপতি মো. আশরাফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. মাসুদ মোরশেদ, সহ-সভাপতি রিনিয়ারা খাতুন, সাধারণ সম্পাদক ইসতিয়াক মুহাম্মদ আকিল, সহ-সাধারণ সম্পাদক রবিন আনোয়ারসহ ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্য বৃন্দ।