পেট্রোল, অকটেন বিক্রি করে লাভ হলেও ডিজেল বিক্রি করে প্রতি লিটারে এখনো ২ থেকে ৩ টাকা লোকসান হচ্ছে, তাই দেশে আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানালেন বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ বি এম আজাদ বলেন, ডিজেল বিক্রি করে এখনো আমাদের ২-৩ টাকা লোকসান দিতে হচ্ছে। এ কারণে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বিপিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তাদের গড়ে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা। এরমধ্যে ডিজেল ছাড়া অন্য তেলে লাভ হওয়ায় এখন তাদের মোট লোকসান এসে দাঁড়িয়েছে ৪৩ কোটিতে।
বিপিসি চেয়ারম্যান বলেন, পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার থাকলে আমরা ব্রেক ইভেনে থাকি। কিন্তু এর বেশি হলেই আমাদের লোকসান হয়।
গত নভেম্বর মাসে গড়ে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনও আমাদের প্রতি লিটার ডিজেল বিক্রিতে ২ থেকে ৩ টাকা লোকসান হচ্ছে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর