ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, যারা ‘রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের প্রতিহত করতে হবে। লন্ডনে বসে পল্টনে সরকার পতনের ভাষন দেয়, এদেশের মানুষ হাওয়া ভবনের কথা ভুলেনি। উন্নয়নের জন্যই আবারো নৌকায় ভোট দেবে মানুষ। আনোয়ারায় আগামী একশ বছরের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অক্টোবরে বঙ্গবন্ধু টানেল চালু হবে। এরপর ইকুনোমিক জোনের কাজ শুরু হবে। আনোয়ারা হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কোন বেকার থাকবেনা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। ভূমিমন্ত্রী আরও বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিশ্বে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত ছিলাম, বঙ্গবন্ধুর হত্যার বিচার করে আমরা কলঙ্ক মুক্ত হয়েছি। বন্ধু হত্যা করে তারা ভেবেছিল এ দেশ আবার পাকিস্তান হবে। তাদের সেই স্বপ্ন ভেঙে দিল শেখ হাসিনা। এখন দেশের উন্নয়ন তাদের ভাল লাগেনা তাই বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। বিদেশীদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে। আমরা দেশের উন্নয়ন নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব,পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, ভুমিহীন ও গৃহহীনদের ঘর করে দিয়েছি,এবার চালু হয়েছে সার্বজনিন পেনশন। শেখ হাসিনার প্রতি আবারো আস্থা ও বিশ্বাস রাখুন, আমার প্রতি ভরসা রাখুন।
শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কালাবিবির দীঘির মোড়ে বেঙ্গল ব্যাংক চত্ত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন ভূমিমন্ত্রী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথ ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, কর্ণফুলী উপজেলা উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমএ মালেক, যুগ্ন সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, চেয়ারম্যান কলিম উদ্দিন, অসীম কুমার দেব আজিজুল হক চৌধুরী বাবুল, মাস্টার মোহাম্মদ ইদ্রীস, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো ছৈয়দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, দিদারুল ইসলাম, এম নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফারুকুল ইসলাম,এরফান আলী,বাবুল দাশ. ও জিসান।আরো উপস্থিত ছিলেন আনোয়ারা।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,ভিবিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply