আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষ মৃত্যু থেকে দূরে থাকতে চায় কিন্তু মৃত্যু হচ্ছে একমাত্র ছিরন্ত সত্য


নিজস্ব প্রতিবেদক

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সাতকানিয়া বাজালিয়া হেমায়েতুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন বাকলিয়া হাজী মুহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা রিয়াজুর রহমান আল আরবী, লোহাগাড়া রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সাইয়িদুল আলম আরমানী, চন্দনাইশ জাফরাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা ইউসুফ বিন নুরী।

বক্তারা বলেন মানুষ মৃত্যু থেকে দূরে থাকতে চায় কিন্তু মৃত্যু হচ্ছে একমাত্র ছিরন্ত সত্য মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহর আদেশ ও রাসুল (সা.)-এর অনুসরণ ভুলে যায়। দুনিয়া নিয়ে অধীর মত্ত হয়ে পড়ে। দুনিয়াকে নানা কৌশল ও নানা ব্যবস্থাপনায় সাজাতে ব্যস্ত থাকে। মৃত্যু নামক চিরন্তন সত্যকে মন থেকে মুছে ফেলে। দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়ায়। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর অলিক স্বপ্নে বিভোর থাকে। অথচ মৃত্যু থেকে পালিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই।

কোরআন তেলাওয়াত, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন শরীফ বিন আনোয়ার, হাফেজ মাওলানা সাইফুদ্দিন নিজামী, আবদুল্লাহ আল কাফি, ফখরুদ্দিন রাজি,মুহাম্মদ ওমর ছিদ্দিক। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের,এইচ.এম. মাহাবুবুল হক, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর