আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় অর্থদণ্ড


অনলাইন ডেস্ক

অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে অর্থদণ্ড ও বিপুল পরিমান বিদেশি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, চমেক হাসপাতালের পূর্ব গেইটের ৩টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাহানো মেডিকো নামে একটি ফার্মাসি ও ইমন মেডিক্যাল হল নামে আরও একটি ফার্মেসিতে ঔষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানিকারকের সিল বিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।

অপরাধ স্বীকার করায় ফার্মেসি দুটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড এবং ওষুধগুলো জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় দেড় লাখ টাকা। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানা পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর