অনলাইন ডেস্কঃ অনুমোদিত বাজারের বাইরে পশু বিক্রি করলে জরিমানা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ জুন) এ ধরনের অপারধে শেঠ এগ্রোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন দোহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। নগরীর কাজির দেউরী এলকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাকে সহায়তা করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এসময় তিনি ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পশুগুলো বাজারে নেয়ার নির্দেশনা প্রদান করেন।