নগরীর ৪১নং পতেঙ্গা ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম পতেংগা সী বীচ দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ করেছে জে. ওয়াই হজ কাফেলার নেতৃবৃন্দ। সম্প্রতি সমিতির কার্যালয়ে পতেংগা সী বীচের ব্যবসার পরিবেশ নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় নেতৃবৃন্দরা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত কমিটি নান্দনিক
পতেংগা সী বীচ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।
পতেংগা সী বীচের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্য রক্ষার বিষয়েও আলোচনা করেন তারা। হজ কাফেলার নেতৃবৃন্দ সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং বীচকে নান্দনিক বিনোদনস্পট হিসেবে গড়ে তুলে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে দোকান মালিক সমবায় সমিতির জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার, জে. ওয়াই হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, সমাজসেবী মো. আলমগীর বাদশা, মো. ইব্রাহিম, মো. ফারুক,
মো. নাছির, মো. মাহাবুবুল আলম সুমন।
হজ কাফেলার নেতৃবৃন্দ পতেংগা সী বীচ দোকান মালিক সমবায় সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলামকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানান। (প্রেসবিজ্ঞপ্তি)