প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ২৯ সেপ্টেম্বর, কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ভালো ফলাফলের জন্য সন্তানরা যাতে নিয়মিত পড়া শোনা চালিয়ে যায় এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন সেদিকে নজর রাখবেন। ভালো ফলাফলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।
অধ্যাপক রুহুল কাদের ও জয়নাল আবেদীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইসমাঈল, সাতকানিয়া সকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি, গভর্নং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, অধ্যাপক ফরিদ আজমদ, অধ্যাপক মোঃ ছমি উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুচ ছবুর, সিনিয়র প্রভাষক আয়েশা জোবাইরা, কানিজ ফাতেমা রোমসানা, মুহাম্মদ ইউছুফ, শিক্ষার্থীদের মধ্যে রোমসানা খানম বক্তব্য রাখেন।
Copyright © 2024 Chatgar sangbad. All rights reserved.