মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশে উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সমাবেশ মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাও. আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভা আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাও মুহাম্মদ মুহছেন শহীদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন একডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, শিক্ষানুরাগী সদস্য, ফেরদৌস ওয়াহিদ, দাতা সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মুছা তছলিম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য যথাক্রমে আলীউজ্জামান সও, হেলাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা ফরিদুল আলম, আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে মাও. ছানাউল্লাহ শিবলী, কাজল কান্তি মিত্র, মাও. নুরুল কাদের আরমান, মাও . মোহাম্মদ আলী ইকবাল, মাও. জামাল আহমেদ,মাও .হারুনুর রশিদ, সরোয়ার ইকবাল, মাও . নুরুন্নবী, মাও. ইয়াছিন, আবদুল মতিন, রেজিয়া কায়সার, খালেদা বেগম, অভিভাবক প্রভাষক আবু জাফর প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ২০২১-২০২২ বাস্তবায়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়। নিজের ছেলে মেয়েদের বাড়ীতে লেখাপড়া ও মাদ্রাসায় নিয়মিত উপস্থিতির প্রতি জোর দেয়ার আহ্বান জানান। বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রম একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বলে অভিহিত করেন বক্তারা।
Leave a Reply