আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড়তলী গুঁড়িয়ে দিল ৩৬২ অবৈধ স্থাপনা

পাহাড়তলী গুঁড়িয়ে দিল ৩৬২ অবৈধ স্থাপনা


অনলাইন ডেস্ক:

নগরের পাহাড়তলী পুরাতন সেইল ডিপো এলাকায় ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ। রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানে সেমিপাকা, পাকা ও টিনশেডের ৩৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিতাড়িত করা হয় ১ হাজার ৫০ জন অবৈধ দখলদারকে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর