আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পদ্মা-এক্সিমের এমওইউ, ব্যাংক চলবে এক্সিম নামে


অনলাইন ডেস্কঃ এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পদ্মা ব্যাংক। একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামেই কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার (১৮ মার্চ) চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার, এক্সিম ব্যাংক ও বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ব্যাংক চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত

চুক্তি শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘পদ্মা ব্যাংকের নতুন কার্যক্রম চলবে এক্সিম ব্যাংকের নামে। একীভূত করা হলেও কোনো এমপ্লয়ি চাকরি হারাবেন না।’

তিনি বলেন, ‘পদ্মা ব্যাংকে একীভূত করার ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিলো না, তবে সরকারের পক্ষ থেকে পরামর্শ ছিলো। আমরা এটা করেছি দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে। পদ্মাকে একীভূত করা হলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না।’

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর