আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সুমনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ


 

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এলাকার প্রতিটি প্রতিষ্ঠানের দিকে সুনজর রেখে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসার শিকার না হয় হয় সেই ব্যাপারে সজাগ থাকার আহবান জানান তিনি।
গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চন্দনাইশ উপজেলার সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা প্রমুখ। পরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দোহাজারীর একজন কথিত ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম সুমনের বিষয়ে তথ্য সংগ্রহপূর্বক আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবেদন দাখিলের জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর