আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আমি সাতকানিয়া উপজেলার ৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্য এবং নির্বাচিত হওয়ার পর থেকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে জনগনের অধিকার সংরক্ষন করে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। টিসিবি পণ্য বিক্রি ও বিতরনে অনিয়ম ও কারচুপির মনগড়া অভিযোগ এনে গত ২৮ আগস্ট'২৪ ইং চট্টগ্রাম সংবাদ নামে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্ট্যালে আমাকে জড়িয়ে যে নিউজ করা হয়েছে, তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ও মনগড়া। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একিই সাথে সাংবাদিকতা একটি মহান পবিত্র পেশা, তাই কারো বিরোদ্ধে মানবাধিকার ও মানহানিকর নিউজ প্রকাশের আগে যথাযথ নিয়মে তথ্য-উপাত্ত উদ্ঘাটন পুর্বক নিউজ প্রকাশ করা সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত। সংবাদে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মেম্বারদের নামে কার্ড ইস্যু করা হয়েছে,তাতো হতেই পারে। কেননা আমি ৩ টি ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডের সাধারন সদস্যদের ওয়ার্ডের সুবিধাভোগীরা তাদের মেম্বারদের মাধ্যমে টিসিবি পণ্য নিতে আসতেই পারে। এটাতো দোষের কিছু নয়। নিউজের শুরুতে বলা হয়েছে জামায়াত নেতৃবৃন্দের মাধ্যমে টিসিবি পণ্য সুষ্ট বণ্টন হয়েছে, পরে লিখা হল একেকজন মেম্বার একাধিক কার্ড নিয়ে এসেছে,মেম্বারদের কাছে সংরক্ষিত কার্ডগুলো কি মেম্বারদের নামে ছিল,নাকি সেসব ওয়ার্ডের সুবিধাভোগীদের কার্ড ছিল তা ক্লিয়ার না করে, আমার কাছ থেকে কোন তথ্য না নিয়ে এবং বিত্তবানদের কার্ড দেওয়ার কথা উল্লেখ থাকলেও কোন বিত্তবানদের নাম উল্লেখ না করায় প্রতিবেদক সাংবাদিকতার নীতিমালা লংঘন করেছেন। দেশের সুশাসন ও সংস্কারের স্বার্থে সাংবাদিকরা সুসাংবাদিকতায় আগ্রহী হবে এমনটাই আমি প্রত্যাশা করি।