বিনোদন প্রতিবেদক
গত বছর সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। র্যাবের পরিচালনায় সুন্দরবনকে দস্যুমক্ত করার দুঃসাহসিক অভিযানের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে এটি। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ‘অপারেশন সুন্দরবন’ দারুণ প্রশংসিত হয়।
বড়পর্দার এই সিনেমাটি এবার দেখা যাবে টিভিতে। আসছে ঈদে চ্যানেল আই’র ঈদ আয়োজনে ‘অপারেশন সুন্দরবন’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। তারকাবহুল এই সিনেমাটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।
‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে এটি নির্মিত হয়েছে। সিনেমাটি নির্মাণে সহায়তা প্রদান করেছে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন।
সিনেমাটি মুক্তি আগে নির্মাতা দীপংকর দীপন বলেছেন, ‘ছবিটি বানানোর আগে রীতিমত গবেষণা করেছি; ছবিটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এখানে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক, দীপু ইমাম, এহসানুর রহমানসহ অনেকে।
Leave a Reply