প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ
ফটিকছড়িতে বালু মহালে মোবাইল কোর্টের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের লেলাং খালের বটতল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
জানাযায়, দীর্ঘদিন ধরে বালু মহালটিতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে স্থানীয় একটি চক্র। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ড্রেজার মেশিন পাওয়া না গেলেও পাইপ ও ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম বলেন, অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন পাওয়া যায়নি। তবে পাইপ ও পরিত্যাক্ত অবস্থায় ১০ হাহার ঘনফুট বালু জবাদ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.