বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে তাঁর জন্ম। আজ শেখ রাসেলের জন্মদিনে, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মাজহারুল নোমান খান ও মনসুরুল আমিন রিয়াজ উদ্যোগে শেখ রাসেলের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থ এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন হালিশহর থানা যুবলীগ নেতা ইমরান হারিশ ও মোহাম্মদ রফিসহ আরো অনেকে।