আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: মা দিবসে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনে সন্তানের মুখে মায়েদের প্রশংসা

মা দিবসে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনে সন্তানের মুখে মায়েদের প্রশংসা


অনলাইন ডেস্কঃ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। মা পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা-প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃতু ̈ পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। আজ ১২ মে (রবিবার) পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস।

দিবসটি উপলক্ষ্যে নগরীর দক্ষিণ কাট্টলী বণিক ভবনে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনে মায়েদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মায়েদের ফুল দিয়ে বরণ ও সকল মায়েদের মানপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন চন্দনাইশে বিশ্ব মা দিবস পালিত

অনুষ্ঠানে মায়েরা বলেন, ‘সন্তানদের ছোট থেকে বড় করার জন্যে ̈যে আত্মত্যাগ সে কথা যেন সন্তানরা ̄স্মরণে রেখে পিতা মাতাকে সারাজীবন শ্রদ্ধা জানাই।’

সুরপঞ্চমের সঙ্গীত নিকেতনের সহ-অধ্যক্ষা রিয়া দাশ বলেন, ‘পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। তাই প্রতিটি সন্তানের উচিত মায়ের বাধ্য ̈সন্তান হয়ে জীবন পরিচালনা করা।

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিমুল দাশ বলেন, ‘মমতায় মমতাময়ী মা। মায়ের মমতার সাথে কারো তুলনা হয় না। সেই মায়ের সন্তান যেন সন্তানের হৃদয়ে হয় বৃদ্ধাশ্রমে না হয়। পরে সকল মায়েদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর