চন্দনাইশ সংবাদদাতাঃ
চন্দনাইশের বরমায় ওডেব’র আয়োজনে প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় “কমিউনিটি একশন ফর জাস্টিস এনানসিন ওমেন্স এম্পাওয়ারমেন্ট এণ্ড রাইটস”-র প্রকল্পের অধীনে, ওমেন্স ওয়ার্ল্ড ডে প্রেয়ার- জিসি”-র সহায়তায় “আমাদের নিরাপত্তা আমাদের অধিকার” এ শ্লোগান নিয়ে ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার শুরু হয়েছে “কিশোরীদের আত্মরক্ষার কৌশল “কারাতে প্রশিক্ষণ” কর্মসূচী। কানাইমাদারী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলাসমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। সভাপতিত্ব করেন কানাইমাদারী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ। সঞ্চালনা করেন ওডেবের এও মো. মাহমুদল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, রাউলিবাগ মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওডেবের পিও রতন দাশ, শ্রাবস্তী মজুমদার জুঁই, পপি আকতার, ফয়জুল আবেদীন, সজল দাশ, ফয়জুল হাকিম, বন্ধনা বড়ুয়া, সুমন মারমা, হাসিনা আকতার, অনুপমা সাহা, রূপন দাশগুপ্তসহ ওডেবের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এতে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ইউনিয়নের কিশোর-কিশোরী দলের ৫০ জন কিশোরী এ প্রশিক্ষণ অংশগ্রহণ করে। কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানে আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ পরিচালনা করছেন শাওলিন কুংফু ও উশু একাডেমির পরিচালক ও প্রধান প্রশিক্ষক মুহম্মদ মহসিন পারভেজ। ওডেব আশাবাদী- এ প্রশিক্ষণের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, কমে আসবে বাল্যবিবাহের হার, চলার পথে বাড়বে মানসিক সাহস, জেন্ডার সমতা নিশ্চিত করতে সহায়ক হবে, সকল বাঁধাকে উপেক্ষা করে তারা এগিয় যাবে আপন শক্তিতে। উল্লেখ্য, অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে ১৯৯৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে। নিয়মিতভাবে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
Leave a Reply