আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের বরকলে ওডেব’র নারী দিবস পালন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার বরকলে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা ওডেব (ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ)’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ গত বৃহস্পতিবার (৭মার্চ) বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা, প্রচারপত্র বিলি, প্রমিলা ফুটবল ম্যাচ, ছাত্রীদের সাইকেল রেইস প্রতিযোগিতা, পুরস্কার ও ট্রফি বিতরণ ইত্যাদি। বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত প্রমিলা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ। খেলায় বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দল জয়লাভ করে।

ম্যাচ শেষে প্রধান শিক্ষক মো. নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস শহিদ মছউদ। স্বাগত বক্তব্য রাখেন ওডেবের জন্ডার প্রকল্প সমন্বয়কারী লাবন্য মুৎসুদ্দী। সঞ্চালনা করেন ওয়েবের এরিয়া অফিসার মো. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরকল ইউপি প্যানেল চেয়ারম্যান আয়েশা আকতার আজাদী, সাবেক মেম্বার রত্না রাণী দেব এবং বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক আমিনুল ইসলাম। আলোচনায় অংশ নেন শিক্ষক শামীম আরা বেগম, মোহাম্মদ শিহাব আহমেদ, ওডেবের শ্রাবস্তী মজুমদার জুঁই, ফয়েজুল হাকিম, অনুপমা সাহা, ফয়জুল আবেদীন, হাসিনা আক্তার, রূপম দাশগুপ্ত, সজল দে, সানি শীল, নিবেদন দাশ, হেলাল মিয়া, নুর বেগম, মিনতি বৈরাগী প্রমুখ। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর