আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির হামলায় হাসপাতালে ভর্তি আনোয়ারা থানার ওসি


সাদ্দাম হোসেন

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) চাতরী চৌমুহনীর উত্তর পাশে দুপুর একটা দিকে বিএনপির ব‍্যানার ও পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা।

এ ঘটনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ওসি সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদ বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। সড়কে অবরোধের সমর্থনে বের করা বিএনপির একটি মিছিল থেকে নেতাকর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর