আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম

লোহাগাড়ায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের আহবান ওসির


মুহাম্মদ নাছির উদ্দিন, লোহাগাড়াঃ উপজেলায় নির্বাচন আগামিকাল ৫ জুন। এবারের নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। সম্প্রতি নির্বাচন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব প্রার্থীদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ভোটের আর মাত্র এক দিন বাকি। এরমধ্যে কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না দয়া করে।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন দলীয় কোনো নির্বাচন নয় তাই দলমত নির্বিশেষে আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন।’

আরও পড়ুন লোহাগাড়ায় নির্বাচনী প্রচারণায় আইন অমান্যের হিড়িক

নির্বাচনে সহিংসতা নিরসণে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে কোনো প্রার্থী যেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে হিংসাত্মক আচরণ না করের সেজন্য অনুরোধ করা হচ্ছে। যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ এটা করেন তাহলে প্রশাসন কঠোর থেকে কঠোর হতে বাধ্য হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনে হার জিত আছে। জনগণ তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবের। আপনারা সবাই লোহাগাড়া উপজেলার সন্তান। নির্বাচনের পর সবাই এক সাথে বসবাস করবেন। শুধু শুধু নির্বাচনকে ঘিরে নির্বাচনি পরিবেশকে উত্তেজিত করে লাভ নাই, জনগণকে সুন্দর পরিবেশে ভোট দিতে দিবেন। সকল প্রার্থীদের আমাদের অনুরোধ আপনারা আপনাদের সকল নেতাকর্মীদের শান্ত রাখবেন আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর