চন্দনাইশ সংবাদদাতা:
চট্টগ্রামের চন্দনাইশে ১৫ মার্চ শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত র ্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার।
আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দীন আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সঞ্চিতা বড়ুয়া, ভোক্তা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, এনজিও প্রতিনিধি নুরুল হক,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি রঞ্জিত দেব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বদরুদ্দীন তুষার, সংগীত শিল্পী হ্যাপী সিংহ,উর্মি দাশগুপ্তা প্রমুখ।
দিবসের প্রতিপাদ্য ছিল "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি"।