নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৩রা নভেম্বর সকাল সাড়ে ৯টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী।
তিনি বলেন, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চায়নের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় ভাল ফলাফল সম্ভব। কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে ফ্রিতে ইংরেজি ও আইসিটি বিষয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এমন কি হরতাল অবরোধেও রীতিমতো ক্লাস চলমান থাকবে। ক্লাসে উপস্থিত হতে না পারলে ছাড়পত্রের মাধ্যমে অন্যত্র বলদির ব্যবস্থা করা যাতে পারে।
তিনি আরো জানান, টাকার অভাবে এখনও যারা এইচএসসিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য কারিগরি শাখায় ফ্রিতে ভর্তির ব্যবস্থা করা হবে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মো. আব্দুল মান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, মো. রকিবুল হক দিপু, মোহাম্মদ কামাল উদ্দিন, নজরুল ইসলাম, অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য দেন মাস্টার রেজাউল করিম ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ।