ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে ২০২৪ ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি হোসেন উদ্দিন আহমেদ (ভুট্টো) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটগাঁর সংবাদ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ ছফা চৌধুরী, বিদ্যালয়ের সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরি। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য আব্দুস সবুর, আব্দুল জলিল ও বিশিষ্ট সমাজ সেবক ইমরানুল কবির (ইমো) এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিউটন শর্মা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষার্থী অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তরুণদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিতে হবে।