আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে নিরাপদ খাদ্য ব‍্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


ওসমান হোসাইন,কর্ণফুলী

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অদ‍্য ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১০ঘটিকায় কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার উদ্যোগে কর্ণফুলী উপজেলা সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা
নাজমুস সুলতানা সীমা সঞ্চালনায়,সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার পিযুষ কুমার চৌধুরী।

ওইসময় তিনি বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে প্রতিটি বাজারের মধ্যে সচেতনতা মুলক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা পরামর্শ প্রদান করেন ।

উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য ব‍্যবস্থাপনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্য বৃন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম নাওশেদ রিয়াদ,প্রাণী সম্পদ কর্মকর্তা রুম্মান তালুকদার,প্রকৌশলী জনস্বাস্থ‍্য কর্মকর্তা গোলাম মোস্তফা,মৎস‍্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ,সমাজ সেবা প্রতিনিধি মুহাম্মদ জহির,উপজেলা স‍্যানিটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম,মুক্তিযোদ্ধা প্রতিনিধি এম,এন ইসলাম,মিল্ক ভিটা পরিচালক নাজিমউদ্দিন হায়দার,গণমাধ‍্যম প্রতিনিধি মোর্শেদুর রহমান নয়ন, মুহাম্মদ ওসমান হোসাইন,ক‍্যাফে ফরহাদ সাইফুউদ্দিন,মাসুদ এগ্রো মোরশেদুল আলম,কিষোয়ান মাফাজুর রহমান,রসালো কামরুল ইসলাম,জেবি অয়েল দিদারুল আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর