মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ দােহাজারী এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করায়, স্বাস্থ্যকর পরিবেশ বজায় না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মাে. সায়েক। ১১ ফেব্রুয়ারি দােহাজারী সদর এলাকায় মােবাইল কাের্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মাে. সায়েক ২০০৯ সালে ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে সামু বেকারীকে ৫ হাজার, মেজবান বাড়ীকে ৩ হাজার, খাগরিয়া ষ্টােরকে ১ হাজার, এ জে সুপার সপকে ৫ হাজার, কামাল ষ্টােরকে ১ হাজার ৫’শ টাকাসহ ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।