আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় বাস চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

পতেঙ্গায় বাস চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড়ে মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ে হেটে এক বৃদ্ধ যাওয়ার সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে। এ সময় বাস চালক পালিয়ে যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহত পথচারীর নাম নুরুল আবছার। ওনি পতেঙ্গা স্টিলমিল এলাকার বাসিন্দা।

বন্দর ট্রাফিক বিভাগের (এসি) দেলোয়ার হোসেন জানান,সকাল সাড়ে ৮টার দিকে বাস চাপায় অবসরপ্রাপ্ত এক নৌবাহিনী কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে নাম জানা সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর