আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া বালু উত্তোলনে ১লাখ টাকা জরিমানা


ফারুকুর রহমান বিনজু, পটিয়া:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নের শ্রীমাই খালের ব্রীজঘাট এলাকা হতে দিন দুপুরে প্রকাশ্য স্ক্যাবেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এসএম রেজাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সে পটিয়া পৌরসভার ৫নং ওয়াডের বাহুলী গ্রামের এসএম ইকবালের পূত্র।

এ সময়ে ঘটনাস্তলে উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ রানা,সন্জয় কান্তি সুশীল ও পটিয়া থানার এস আই রতন কুমার দাস সহ,একদল পুলিশ সদস্য। ম্যাজিষ্ট্রেট সহঃ কমিশনার (ভূমি) বলেন গোপন সূত্রে খবর পেয়ে দ্রূত অভিযান চালিয়ে উক্ত এলাকা হতে বালু উত্তোলনের সময় ষ্ক্যাবেটার সহ হাতে নাতে এস এম রেজাকে আটক করে বালু মহাল আইনে ২০১০এর ৪ ধারা লংঘনের দায়ে তাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর