অনলাইন ডেস্কঃ ১৯৪৯ সালের পর সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখলো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভারী বর্ষণের ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে দেশটি। এ ঘটনায় দেশটির বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে, অচল হয়ে পড়েছে বিমানবন্দর। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রচণ্ড বাতাসের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।খবর আল জাজিরার।
জানা গেছে, ভারি বর্ষণ এবং আকস্মিক বন্যায় ওমানে কমপক্ষে ১৮ জন মারা গেছেন, যার অধিকাংশই শিশু।
আরও পড়ুন বিনিয়োগ আকর্ষণে আমিরাতের নতুন ছক
গণমাধ্যমের খবর অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ-শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply