আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এওচিয়া ইউনিয়নের দানিশ চৌধুরী বাড়ির আয়োজনে বনভোজন-মিলন মেলা


সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দানিশ চৌধুরী বাড়ি গ্রামে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাড়ির উঠান প্রাঙ্গনে দানিশ চৌধুরী বাড়ির ডিসিবি ড্রিমস কর্তৃক এ বনভোজন ও সংবর্ধনার আয়োজন করা হয়। প্রায় ৩০ টি পরিবারের উক্ত আয়োজনে পারিবারের সদস্যরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার ৬নং এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাছান চৌধুরী, দানিশ চৌধুরী বাড়ির আত্নীয় ও দক্ষিন জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, শাহ ওয়ালিওল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু ছোলায়মান প্রমুখ।

প্রাত্যহিক জীবনের ব্যস্ততার মাঝে রক্তের বন্ধন ও আত্মার অস্তিত্বের টানে এখনো যে ভাটা পড়েনি এ মিলনমেলা যেন তারই প্রমাণ। সকাল থেকেই বাড়িতে উৎসবমুখর পরিবেশে আত্নীয় স্বজন ও প্রতিবেশীদের প্রানবন্ত উপস্তিতি এবং শিশু, কিশোরদের সংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে আয়োজনের শুরু হয়। মধ্যহ্ণ ভোজনের পরপর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়। ডিসিবি ড্রিমস এর সভাপতি ও সদস্যবৃন্ধ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিবি ড্রিমস এর সদস্য সৌদি আরব প্রবাসী জনাব আবদুর রহিম চৌধুরী। পরবর্তীতে কাঞ্চনা নিবাসি এক ক্যান্সার আক্রান্ত ব্যাক্তিকে ‘দানিশ চৌধুরী বাড়ি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অতিথিবৃন্দের উপস্থিতিতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের পুরষ্কার বিতরণর মাধ্যমে মুল আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে নুরুল আবছার বলেন ” দানিশ চৌধুরী বাড়ি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দের যে উদাহরণ সৃষ্টি করেছে বর্তমান সময়ে তা বিরল। বোন ও ভাইয়ের শশুর বাড়ির সবাইকে আয়োজনে দাওয়াত করে আপ্যায়ন সহ পুরষ্কৃত করার মত চমৎকার আয়োজন এখানে দেখেছি। ঈদ উৎসব নামে এই বাড়ির আরো একটি বার্ষিক অয়োজনেও আমার আসার সুযোগ হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ছালাউদ্দিন হাছান চৌধুরী বলেন ” চৌধুরী বাড়ির ঐতিহ্য আর সংস্কৃতি আমাদের সমাজ ও আগামী ভবিষ্যৎ জন্য একটা উজ্জ্বল উদাহরণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আবু ছালেহকে উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হওয়ায় ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এসময় ডিসিবি ড্রিমস এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল আওয়াল, মোজাম্মেল হক চৌধুরী, শরিফ চৌধুরী, মোরশেদুল আলম ভলু চৌধুরী, মোস্তফা সেলিম চৌধুরী সহ আরো অনেকে। প্রধান অতিথি বক্তব্যে আবু ছালেহ বলেন ” এওচিয়া দানিশ চৌধুরী বাড়ির বৈশিষ্ট্য হলো শিক্ষা, একতা ও বিনয়। চৌধুরী পরিবারের পারিবারিক মিলন মেলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে ভাতৃত্ব বন্ধনের বিরল দৃষ্টান্ত ফুটে ওঠে তা এলাকায় সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন। দানিশ চৌধুরী বাড়ি তথা এওচিয়া ইউনিয়নের সার্বিক কল্যাণ, উন্নয়ন ও সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি তার আন্তরিক ও প্রচেষ্টার কথা উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌধুরী পরিবারের সদস্য স্কুল শিক্ষক আশেকে এলাহি চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর